মরা খালের উপর দাঁড়িয়ে দখল দূষণের প্রতিবাদ

পেকুয়া প্রতিনিধি | বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে পেকুয়ার মরা নদী কহলখালী খালের উপর দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছে নদী ও প্রাণ প্রকৃতি রক্ষার সামাজিক সংগঠন ‘নোঙ্গর’ এর সদস্যরা। গতকাল মঙ্গলবার পেকুয়ায় নদী রক্ষায় আমাদের করণীয় শীর্ষক এক গোল টেবিল বৈঠক শেষে অতিথিসহ সংগঠনটির সদস্যরা পেকুয়ার একটি মৃত প্রায় নদী কহলখালী খাল পরিদর্শন করতে যান। এসময় ময়লা আবর্জনায় ঠাসা, শুকিয়ে যাওয়া নদীর তলায় দাঁড়িয়ে নদী দখল ও দূষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তারা পেকুয়ায় জন্য অতি গুরুত্বপূর্ণ কহলখালী খালটি দখল ও দূষণমুক্ত করে ড্রেজিংয়ের মাধ্যমে পানি প্রবাহ পুনরায় ফিরিয়ে দিয়ে নদীটিকে রক্ষা করার দাবি জানান।

এর আগে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারস্থ একটি রেস্টুরেন্টে দিবসটি পালন ও নদী রক্ষায় আমাদের করণীয় শীর্ষক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। নোঙরের কক্সবাজার জেলা সভাপতি ড. জাকির হাওলাদার এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক এফ এম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা কৃষি কর্মকর্তা তপন কুমার রায়। বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাইফুদ্দীন খালেদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, ব্যাংক কর্মকর্তা শেখ জমির উদ্দিন, রাজাখালী বি আই ইউ ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শহীদ উল্লাহ, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ইংরেজি প্রভাষক মোহাম্মদ আলম, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল করিম, পেকুয়া সমবায় ঋণদান সমিতির সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নদী দখলকারীরা দেশ ও সমাজের শত্রু। তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। বক্তারা পেকুয়ায় যে কয়টি নদী আছে সেগুলো রক্ষায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধমাটিরাঙায় কয়লাসদৃশ বস্তুর সন্ধান
পরবর্তী নিবন্ধহজে যাওয়ার জন্য নির্ধারণ করা প্যাকেজ অমানবিক : হাই কোর্ট