একটি দেশের উন্নয়ন ও যাত্রার মান সহজ করার জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি ভূমিকা রাখে তার মধ্যে সড়ক সংস্কার ও সমৃদ্ধিকরণ অন্যতম। এতে করে দেশবাসীর সুবিধা অনেকটায় নিশ্চিত করা যায়। প্রতিদিন দেশের উন্নয়ন নিয়ে সরকার কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে। সে ধারাবাহিকতায় রাস্তা সংস্কারের কাজও চলছে নানা স্থানে। তবে সাতকানিয়া উপজেলার অন্তর্গত নলুয়া ইউনিয়ন হয়ে চরতি ইউনিয়নের মধ্যবর্তী মরফলা বাজার টু সারওয়ার বাজার পর্যন্ত যে রাস্তাটি সচল রয়েছে তাতে বর্তমানে মোটেও স্বস্তিতে যাতায়াত করা সম্ভব নয়। প্রতি দশ কদম অন্তর অন্তর বড়–ছোট গর্ত ও দীর্ঘ ভাঙার কারণে চালকরা যেমন গাড়ি চালিয়ে শান্তি পাচ্ছে না, তেমনি অস্বস্তিতে ভোগছেন যাত্রীরাও। একটু বৃষ্টি হলেই রাস্তার ছোট–বড় গর্তগুলোতে পানি জমে থাকছে সর্বক্ষণ। ফলে ভাঙা আরো বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাছাড়া উক্ত ইউনিয়ন জুড়ে অবস্থান করা মানুষদের হাসপাতাল, মার্কেট এবং শহরে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। ডেলিভারী রোগীর জন্য তা আরো মারাত্মক বিপদজ্জনক অতএব, মানুষদের যাতায়াত সহজ করার লক্ষ্যে রাস্তাটি পুনরায় সংস্কার করার জন্য প্রশাসনের নিকট আবেদন করছি।
আবদুর রশীদ
সাতকানিয়া, চট্টগ্রাম।