মরক্কো মাতাচ্ছেন জিদান পুত্র লুকা

| বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:২৮ পূর্বাহ্ণ

বিখ্যাত বাবার সন্তান হিসেবেই এতদিন ছিল মূল পরিচিতি। জিনেদিন জিদানের ছেলে আলজেরিয়ার হয়ে খেলছেন, ফুটবল বিশ্বে এটি ছিল বড় খবর। সেই ছেলে এখন ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছেন আপন আলোয়। মরক্কোয় অনুষ্ঠানরত আফ্রিকা কাপ অব নেশন্সে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছেন লুকা জিদান। আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গ্রুপ পর্বের দুই ম্যাচেই জিতেছে আলজেরিয়া। এখনও পর্যন্ত কোনো গোল হজম করেনি দুবারের চ্যাম্পিয়নরা। সেই কৃতিত্ব অনেকটাই পাচ্ছেন গোলকিপার লুকা। প্রথম ম্যাচে সুদানকে ৩০ গোলে হারায় আলজেরিয়া। পরের ম্যাচে তারা ১০ গোলে জেতে বুর্কিনা ফাসোর বিপক্ষে। দুই ম্যাচেই দারুণ কিছু সেভ করেন লুকা। বিশেষ করে, দ্বিতীয় ম্যাচে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। টুর্নামেন্টের সবশেষ দুই আসরে ছয় ম্যাচের স্রেফ একটিতে ‘ক্লিন শিট’ রাখতে পেরেছিল আলজেরিয়ার। দুবারই বাদ পড়েছিল তারা গ্রুপ পর্ব থেকে। এবার দুই ম্যাচেই নিশ্চিত করে ফেলেছে শেষ ষোলো।

পূর্ববর্তী নিবন্ধইডেনের উইকেটকে সন্তোষজনক রেটিং দিল আইসিসি
পরবর্তী নিবন্ধগুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ডেমিয়েন মার্টিন