মরক্কোয় ক্রিশ্চিয়ানো রোনালদোর মালিকানাধীন ‘পেস্টানা সিআরসেভেন মারাকেশ’ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর মারাকেশে অবস্থিত হোটেলটির একটি কক্ষ থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। ‘মরক্কো ওয়ার্ড নিউজ’ এর খবরে বলা হয়েছে, এ ঘটনায় উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হননি রোনালদো। হোটেলের রেসপন্স টিম ও জরুরি সেবা দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। যার ফলে আগুন ছড়িয়ে পড়েনি। হোটেল গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, এতে কেউ আহত হননি। জিনিসপত্র সরিয়ে নেওয়ারও প্রয়োজন হয়নি। সকল নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে কার্যকর করা হয়েছে। যার ফলে অতিথি ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা গেছে। হোটেলটি এখন সম্পূর্ণরূপে সচল রয়েছে এবং আগের মতোই অতিথিদের আপ্যায়ন করছে। ২০১৯ সালে চালু হয় পেস্টানা সিআরসেভেন মারাকেশ নামের বিলাসবহুল হোটেলটি। যা মারাকেশ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। রোনালদোর সঙ্গে যৌথভাবে এটা প্রতিষ্ঠা করেছে পেস্টানা হোটেল গ্রুপ।