মরক্কোয় অভিবাসী নৌকাডুবিতে ৭০ জন নিখোঁজ

| শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৫ পূর্বাহ্ণ

মরক্কোর জলসীমায় গত ১৯ অভিবাসী বহনকারী একটি নৌকাডুবিতে মালির ২৫ নাগরিকসহ ৭০ জন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে বামাকো থেকে এএফপি এ খবর জানায়। মালি সরকার এক বিবৃতিতে জানিয়েছে, স্পেনের উদ্দেশে যাত্রা করা নৌকা ডুবে প্রায় ৮০ জন অভিবাসী ছিল। দুর্ঘটনার শিকারদের মধ্যে ২৫ জনকে মালির তরুণ বলে সনাক্ত করা হয়েছে। খবর বাসসের।

বেঁচে যাওয়া ব্যক্তি, এই অঞ্চলের দূতাবাস, দুর্ঘটনার কবলে পড়াদের পরিবার এবং কর্মকর্তদের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়, এগারো জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে নয়জন মালির বাসিন্দা। প্রতি বছর হাজার হাজার অভিবাসী ইউরোপে প্রবেশের আশায় আফ্রিকার উপকূল থেকে ছোট ছোট নৌকায় বিপজ্জনক সামুদ্রিক পথ পার হতে চেষ্টা করে থাকে। স্প্যানিশ অভিবাসন বিষয়ক এনজিও ক্যামিনান্দো ফ্রন্টেরাস বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, ২০২৪ সাল নাগাদ ক্যানারি দ্বীপপুঞ্জের হয়ে স্পেনে যাওয়ার চেষ্টাকালে ১০ হাজার ৪০০ জনেরও বেশি অভিবাসী মারা গেছে।

পূর্ববর্তী নিবন্ধউড়োজাহাজ দুর্ঘটনা ‘অনুমাননির্ভর তথ্য’ প্রচার নিয়ে সতর্ক করল রাশিয়া
পরবর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হানও অভিশংসিত