চট্টগ্রাম নগরীতে সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ে ময়লার স্তূপ থেকে বিভিন্ন স্ক্র্যাপ সংগ্রহ করার সময় বৃষ্টির কারণে ময়লার স্তুপ ভেঙে পড়ে মোঃ কামাল (৪০) নামে সিটি কর্পোরেশনের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৯ টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরফিন নগর ড্রাম গেট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোঃ কামাল চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানাধীন কাপাই কাপ বকাউল বাড়ির মমতাজ উদ্দিন ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম নগঢির আরেফিন নগর বিশ্ব কবরস্থান রিপন মাস্টারের বাড়ি এলাকায় থাকতেন। কামাল সিটি কর্পোরেশনে ময়লার ভাগাড়ের দারোয়ান হিসাবে নিয়োজিত ছিলেন।
তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংস্থাপন বিভাগে আরাফিন নগর ড্রাম গেট কেন্দ্রীয় কবরস্থানে কবর খননকারী পদেও কর্মরত ছিলেন বলে জানা গেছে।
এই ঘটনায় মোঃ শাকিল (২২) নামে এক ব্যক্তিও সামান্য আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিত বোস্তামি থানা ওসি সনজয় কুমার সিনহা দৈনিক আজাদী বলেন, আমার স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষ করে তার স্বজন কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।