ময়লার স্তূপে পরিত্যক্ত অবস্থায় মিললো কোতোয়ালী থানার অস্ত্র

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৪:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকার মেরিন ড্রাইভের পাশে ময়লার স্তূপ থেকে কোতোয়ালী থানা থেকে লুট হওয়া ২টি তরাস পিস্তলসহ এক ইংল্যান্ডের তৈরী রিভলবার এবং ৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর-দক্ষিণ)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরিত্যক্ত অবস্থায় ময়লায় পড়েছিল অস্ত্রগুলো।

সোমবার (৫ই মে) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে নগরের বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডের পাশে সিরাজ জমিদার বাড়ির সামনের ময়লার স্তূপ থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।  

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে দুইটি ব্রাজিলের তৈরী তরাস ৯ এসএম পিস্তল ও একটি ইংল্যান্ড এর তৈরী ওয়েবলীর রিভলবার এবং সাথে ৩০ রাউন্ড গুলি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর-দক্ষিণ) উপ পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

এ বিষয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে গিয়ে অস্ত্র তিনটি উদ্ধার করি। এরমধ্যে দুইটি তরাস পিস্তল কোতোয়ালী থানা থেকে ৫ আগস্টের লুট হওয়া অস্ত্র। বাকী একটি যেকোন থানার মালখানা থেকে লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অস্ত্রগুলো উদ্ধার করে জব্দ তালিকায় দেখানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জে বজ্রপাতে দুই ছাত্রীসহ তিনজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধকক্সবাজারে নারী-পুরুষের মরদেহ উদ্ধার