ময়মনসিংহের দুই আওয়ামী লীগ নেতা কক্সবাজারে গ্রেপ্তার, পিস্তল-গুলি জব্দ

| সোমবার , ২৮ অক্টোবর, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

ময়মনসিংহের দুই আওয়ামী লীগ নেতাকে কক্সবাজারে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশডিবি। পরে একজনের বাড়িতে অভিযান চালিয়ে দুইটি গুলিসহ বিদেশি পিস্তল জব্দ করা হয়। গতকাল রোববার ভোরে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার একটি হোটেল থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি সহিদুল ইসলাম জানান। খবর বিডিনিউজের।

গ্রেপ্তাররা হলেনমহানগর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগর (৩৮) এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর ফারুক সাবাস (৩৭)। পরে এদিন দুপুরে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা এলাকায় ওমর ফারুক সাবাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সাবাস তার হেফাজতে থাকা দুই গুলিসহ একটি বিদেশি পিস্তল বের করে দিলে পুলিশ তা জব্দ করে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি সহিদুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট পর থেকে তারা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এছাড়া অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। পুলিশের দাবি, মিল্লাত হত্যাসহ একাধিক মামলার আসামি কাউন্সিলর সাবাস। তার বিরুদ্ধে হত্যা, জমি দখল, বাড়ি দখলসহ চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে। এছাড়া ব্যবসায়ী দুলু, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোফাজ্জল, মিলন, জসীমসহ অসংখ্য ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে সাবাসের বিরুদ্ধে।

পূর্ববর্তী নিবন্ধহিজবুত তাহরির ও আনসারুল্লাহ বাংলা টিমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা নেই
পরবর্তী নিবন্ধপুঁজিবাজার : একদিনেই কমল ১৪৯ পয়েন্ট