ময়না পাখি পরিশ্রমী
সারাদিন খাটে,
ভবিষ্যতের কথা ভেবে
কাজ করে মাঠে।
ময়না পাখির সুখ দেখে
হিংসে করে কাক,
বাসার আশেপাশে ঘুরে
মারে শুধু হাঁক।
একদা হঠাৎ ময়না পাখি
বাসায় ফিরে দেখে,
এত যত্নে গড়া বাসাকে
ভেঙে দিল কাকে।
এটা দেখে ময়না পাখি
মনে দুঃখ পায়
গাছের ডালে বসে ভাবে
কি করা যায়।