মমতা পরিচালিত মানবসম্পদ উন্নয়নের জন্য গ্রামীণ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (বিডি রুরাল ওয়াশ) প্রকল্পের মতবিনিময় সভা সমপ্রতি নগরীর হালিশরস্থ মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
মমতার প্রধান নির্বাহী ও একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহামদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুল মতীন। এছাড়াও উপস্থিত ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপক মুকুল মালাকার, মমতার উপ–প্রধান নির্বাহী মো. ফারুক, পরিচালক সুব্রত বড়ুয়াসহ অন্যান্যরা।
সভায় মমতার উক্ত প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন এবং প্রকল্পের কার্যক্রমে অসামান্য পারফরম্যান্স অর্জনকারীদের সম্মানিত করা হয়। পানি দূষণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং অপরিশোধিত পয়ঃনিষ্কাশন পরিবেশগত ঝুঁকি এবং সাধারণ মানুষদের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষতির কারণ প্রতিরোধে মমতা বিডি রুরাল ওয়াশ প্রকল্প, পিকেএসএফের সহায়তায় ৫৯টি শাখার মাধ্যমে ৩টি জেলা (চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লা), ২৪টি উপজেলায় মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। প্রেস বিজ্ঞপ্তি।












