মমতা পরিচালিত কৈশোর কর্মসূচির আওতায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন কিশোরী ক্লাব, সরকারহাট কিশোরী ক্লাব ও তৈলারদ্বীপ কিশোর ক্লাবের আয়োজনে পুষ্টি ও পরিচ্ছন্নতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ এর সহায়তায় গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সভায় কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। এতে কিশোর-কিশোরীদের পুষ্টি, পুষ্টির গুণাগুণ, কিভাবে খাবার গ্রহণ করলে পুষ্টির গুণগত মান সমুন্নত থাকবে সে বিষয়ে আলোকপাত করা হয়।
একই কর্মসূচির আওতায় গত ২০ ফেব্রুয়ারি বিকালে নগরীর আগ্রাবাদস্থ মুহুরীপাড়া কিশোরী ক্লাবের আয়োজনে ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি অনুশীলন কার্যক্রম সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।












