মমতা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট গত ২–৬ জানুয়ারি পর্যন্ত নগরীর একটি আধুনিক টার্ফে অনুষ্ঠিত হয়। মমতার পরিচালক তৌহিদ আহমেদের উদ্যোগে মমতা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে মমতার আইসিটি, প্রজেক্ট, মনিটরিং, ট্রেনিং, এইচআর, ফ্যাইনান্স, অডিট ও এমআইএস সহ মোট ৮টি টীম। গত ৬ জানুয়ারি সোমবার টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে অডিট ও ফাইন্যান্স টীম ও দ্বিতীয় সেমিফাইনালে আইসিটি ও এমআইএস টীম অংশগ্রহণ করে। ফাইনালে উঠে এমআইএস ও ফাইন্যান্স টীম ফাইনালে কোয়ালিফাই করে। ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে খেলা সম্পন্ন হলেও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ফাইন্যান্স টীম হারায় এমআইএস টীমকে। ফাইন্যান্স টীম চ্যাম্পিয়ন এবং এমআইএস টীম রানার্স আপ হয়। এদিকে টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অডিট টীমকে টাইব্রেকারে পরাজিত করে আইসিটি টীম। টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের নিকট ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এসময় বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, মমতা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ও পরিচালক তৌহিদ আহমেদ, পরিচালক ইকবাল আল মাহামুদ, সুব্রত বড়ুয়া, প্রিয়তোষ দাশ প্রমুখ।