মমতা পরিবারে কর্মকর্তা–কর্মীবৃন্দের অংশগ্রহণে মমতা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বৃহষ্পতিবার হালিশহরস্থ একটি স্পোর্টস জোনে অনুষ্ঠিত হয়। মমতা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এ সময় উপস্থিত ছিলেন মমতার কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফ, উপ–প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচালক ও মমতা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক তৌহিদ আহমেদ, ইকবাল আল মাহামুদ। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে মমতা অডিট টিম ও প্রজেক্ট টিম। টুর্নামেন্ট ৬ জানুয়ারি পর্যন্ত চলবে।