মমতার স্বাস্থ্য কর্মসূচির প্রীতি সম্মিলন

| শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৫৫ পূর্বাহ্ণ

মা ও শিশু স্বাস্থ্যসেবায় শ্রেষ্ঠ সংগঠন হিসেবে ১৫ বার জাতীয় পুরস্কার প্রাপ্তিতে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার স্বাস্থ্য কর্মসূচির প্রীতি সম্মিলন নগরীর হালিশহরস্থ একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সম্মিলনের কার্যক্রম আরম্ভ হয়। সম্মিলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক গোলাম মোঃ আজম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম। বক্তব্য রাখেন সাবেক সাংসদ সাবিহা মুসা, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহসভাপতি আশফাক আহমেদ, মমতার সহসভাপতি মো. হারুন ইউসুফ, সাধারণ সদস্য সৈয়দ মোরশেদ হোসেন, উপপ্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পরিচালক তৌহিদ আহমেদ, ডা. মোরশেদা বেগম, ডা. ফারহানা তাবাস্‌সুম, ডা. আসমা বেগম সহ অন্যান্যরা। বক্তারা বলেন, মমতা তার সেবার মাধ্যমে স্থায়ীত্বশীলতা ও সুনাম অর্জন করে চলেছে। সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাও যে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে তা মমতা’র কাজের মাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। সেজন্য সরকারও মমতা’কে শ্রেষ্ঠ সংগঠনের স্বীকৃতি প্রদান করে চলেছে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মা ও শিশু স্বাস্থ্য সেবায় ও আর্থসামাজিক উন্নয়নের ‘ব্র্যান্ড’ হিসেবে মমতা আজ সুপ্রতিষ্ঠিত হয়েছে। যা সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। এটি চট্টগ্রামের বিশাল অর্জন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামেয়া মাদরাসার নতুন অধ্যক্ষকে কামিল ২০০৪ ব্যাচের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধজহুর আহমদ চৌধুরীর ছেলে মঈনুদ্দিন চৌধুরীর ইন্তেকাল