মমতার সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে : এমপি লতিফ

| রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৪৮ পূর্বাহ্ণ

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার স্বাস্থ্য কর্মসূচির বার্ষিক সম্মিলন গত শুক্রবার নগরীর হালিশহরস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। মমতার স্বাস্থ্য কর্মসূচির কন্সাল্টেন্ট, মেডিকেল অফিসার ও সকল স্বাস্থকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মিলনে প্রধান অতিথি ছিলেন এম. আবদুল লতিফ এমপি। মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মিলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ততত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বী, পরিবার পরিকল্পনা চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম। সম্মিলনে মমতার কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফ সভাপতিত্ব করেন। সম্মিলনে স্বাগত বক্তব্য রাখেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক। মমতার সার্বিক কার্যক্রমের উপর উপস্থাপনা করেন মমতার পরিচালক তৌহিদ আহমেদ। কোরআন তেলওয়াতের মাধ্যমে সম্মিলনের আলোচনা সভার পর্ব শুরু হয়। সম্মিলনে মমতার মাঠ পর্যায়ে কর্মরতদের কার্যক্রমের মূল্যায়ন ভিত্তিতে ‘শ্রেষ্ঠ কর্মী সম্মাননা’ প্রদান করা হয়। বক্তব্য রাখেন আশফাক আহমেদ, মো. হারুন ইউসুফ, অধ্যাপক পুরবী দাশ গুপ্তা, মোহাম্মদ শাহারিয়ার, স্বপ্না তালুকদার, এম.এম এরশাদ, ডা. মোরশেদা বেগম, ডা. আসমা বেগম, ডা. আদৃতা দেব প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন মমতার সাধারণ সম্পাদক মো. মৃনসুর মাসুদ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে সম্মিলনের সমাপনী হয়।

প্রধান অতিথির বক্তব্যে এম. আবদুল লতিফ এমপি বলেন, বরেণ্য সমাজসেবক রফিক আহামদের নেতৃত্বে ‘মমতা’ মা ও শিশু স্বাস্থ্য সেবাসহ আর্থসামাজিক উন্নয়নে ব্রান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। মমতার সুনাম চট্টগ্রাম ছাড়িয়ে এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধবিওয়াইএলসির সিগনেচার লিডারশিপ প্রোগ্রাম