বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে নগরীর দক্ষিণ হালিশহর আকমল আলী রোডে শিশুদের জন্য দিবা যত্ন কেন্দ্র এবং প্রাক শৈশবকালীন সেবা ও বিকাশ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা পাতাগনিয়া ও ইয়ংওয়ান এর সহযোগিতায় ডিসিসি এবং ইসিসিডি কর্মসূচির কার্যক্রম পরিচালনা করবে মমতা। ৯ সেপ্টেম্বর এ কেন্দ্রের উদ্বোধকালে উপস্থিত ছিলেন ইয়ংওয়ান গ্রুপের জেনারেল ম্যানেজার মনজুরুল হায়দার, মমতার উপ–প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদারসহ মমতা ও ইয়ংওয়ান গ্রুপের কর্মকর্তারা। উদ্বোধন পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, কর্মজীবী মায়েদের প্রধান একটি দুশ্চিন্তার কারন শিশু সন্তানদের লালন পালন ও দেখাশুনা করা। যার ফলে অনেক কর্মক্ষম এবং দক্ষ মহিলারা কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে বঞ্চিত হন। শিশুদের জন্য দিবা যত্ন কেন্দ্র এবং প্রাক শৈশবকালীন সেবা ও বিকাশ কেন্দ্রের ফলে কর্মজীবী মায়েরা তাদের সন্তানদের প্রতিপালন করার জন্য একটি ভরসা পাবেন। প্রেস বিজ্ঞপ্তি।