তারুণ্যের উৎসব উদযাপন এবং জাতীয় ও আর্ন্তজাতিক যুব দিবস পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা। পিকেএসএফের সহায়তায় মমতা পরিচালিত রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের উদ্যোগে গত ১২ আগস্ট র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসের প্রতিপাদ্য ছিল ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা কার্যালয়–১ এর সমাজসেবা অফিসার মো. আলমগীর। সভাপতিত্ব করেন মমতার উপ–প্রধান নির্বাহী মো. ফারুক। বক্তব্য রাখেন স্বপ্না তালুকদার, সুব্রত বড়ুয়াসহ প্রকল্পের উপকারভোগী সদস্যবৃন্দ।
এদিকে মমতা সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগেও তারুণ্যের উৎসব উদযাপন এবং জাতীয় ও আর্ন্তজাতিক যুব দিবস পালিত হয়। এ উপলক্ষে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে র্যালি ও আলোচনা সভায় মমতার সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তাসহ স্থানীয় যুব সমাজ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।