মমতার যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের ত্রৈমাসিক সভা

| শনিবার , ১৩ মে, ২০২৩ at ৭:৩৬ পূর্বাহ্ণ

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার পরিচালিত যক্ষ্মা নিয়ন্ত্রণ (টিবি কন্ট্রোল) প্রকল্পের ত্রৈমাসিক কার্যক্রম ও মমতা স্বাস্থ্য কর্মসূচির ত্রৈমাসিক কার্যক্রম মূল্যায়ন সভা গত বুধবার নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ত্রৈমাসিক মূল্যায়ন সভায় বক্তব্য রাখেন উপপ্রধান নির্বাহী মো. ফারুক, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, প্রশাসক স্বাস্থ্য এম.এম এরশাদ প্রমুখ। জিএফএটিএমের সহায়তায় পরিচালিত মমতার যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রজেক্ট ম্যানেজার ছিবগাতুল্লাহ মোহাম্মদ আরিফ। সভায় মমতার স্বাস্থ্য কর্মসূচির ও মমতা যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের মেডিকেল অফিসার, স্বাস্থ্যকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধনটরাজ সঙ্গীত একাডেমির ১৫ বছর পূর্তি উৎসব
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ইয়াছিন পাড়া মসজিদের উন্নয়নকাজের পরিদর্শনে মোতালেব