মমতা পরিচালিত কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আওতায় উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। পিকেএসএফের সহযোগিতায় পরিচালিত ইউনিটের উদ্যোগে সম্প্রতি আনোয়ারা উপজেলার মমতার চাতুরী শাখার সদস্যদের মাঝে ঝাঁকি জাল, মাছের পোনা ও গাভী লালন পালনের শেড মেরামতের জন্য আর্থিক প্রণোদনা প্র্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ।
উপস্থিত ছিলেন রফিক আহামদ পত্নী শাহাজাদী বেগম, মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সমন্বিত কৃষি ইউনিটের সহকারী পরিচালক মু. এনামুল হক, মমতার মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা প্রমুখ। উল্লেখ্য, উক্ত উপকরণসমূহ আধুনিক ও বিজ্ঞানসম্মতভাবে মৎস্য চাষ, পরিষ্কার পরিচ্ছন্নভাবে গরু লালন পালনে বিশেষ আবাসন নিশ্চিত করে ব্যয় সাশ্রয়ী পদ্ধতিতে পরিচালনার জন্য খামারিদের প্রদান করা হয়। মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়নের বিকল্প নেই। সরকারের সহায়ক শক্তি হিসেবে মমতা এসব ক্ষেত্রে উন্নয়নের উপর গুরুত্বরোপ করে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।