বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মীদের জন্য মোবাইল ফটোগ্রাফি কর্মশালা সম্প্রতি নগরীর হালিশহরস্থ মমতার প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংস্থার আইসিটি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উক্ত কর্মশালা মমতার কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ইউনিট, সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচি এবং প্রশিক্ষন, মূল্যায়ন ও গবেষণা বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সার্বিক নির্দেশনায় উক্ত দিনব্যাপী কর্মশালায় সেশন পরিচালনা করেন পরিচালক তৌহিদ আহমেদ ও ক্যামেরা পার্সন নিলয় মজুমদার। প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন মমতার উপ–পরিচালক আহমদ ইউসুফ হারুন। কর্মশালায় মোবাইল ফটোগ্রাফির বেসিক ধারণা, বিষয় নির্বাচন, ম্যাপিং ও লাইট ব্যালেন্স, আউটডোর ফটোগ্রাফি ইন ডে লাইট, ফটোগ্রাফি উইথ ফ্ল্যাশলাইট ইত্যাদি বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।