মমতার মিনি ম্যারাথন সম্পন্ন

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:৫৮ পূর্বাহ্ণ

মমতা পরিচালিত কৈশোর কর্মসূচির উদ্যোগে নগরীর আগ্রাবাদ এলাকায় কিশোরকিশোরীদের অংশগ্রহণে মমতার মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৩ জুন। প্রতিযোগিতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক। মমতার পরিচালক তৌহিদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন চসিক কাউন্সিলর শেখ মো. জাফরুল হায়দার চৌধুরী সবুজ ও প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আব্দুল হান্নান আলম। এ সময় উপস্থিত ছিলেন হালিশহর থানার এসআই সহদেব, এসআই রুবেল, বিশিষ্ট সমাজসেবক মাসুদ করিম চৌধুরী ও মমতা কৈশোর কর্মসূচির ফোকাল পারসন ও সিনিয়র প্রোগ্রাম অফিসার সহ অন্যান্যরা। পিকেএসএফের সহায়তায় পরিচালিত উক্ত কর্মসূচির মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা নগরীর আগ্রাবাদস্থ তালেবিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে শুরু করে হালিশহর মমতা অডিটরিয়াম প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধসাকিবের শততম হাফ সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধইংল্যান্ড-স্কটল্যান্ড দু দলেরই সামনে সুপার এইটের সুযোগ