পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানুর মমতা পরিদর্শন উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু। কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সভার মতবিনিময় সভায় মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। বক্তব্য দেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের লাইন ডাইরেক্টর (এমসিআরএএইচ) ডা. মোহাম্মদ শরিফ, চট্টগ্রাম পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. উ খ্যে উইন, ডা. মোরশেদা বেগম, ডা. ফারহানা তাবাসসুম। প্রেস বিজ্ঞপ্তি।