মমতার বিশেষ সাধারণ সভা

| রবিবার , ৭ জুলাই, ২০২৪ at ৯:১৬ পূর্বাহ্ণ

মমতার বিশেষ সাধারণ সভা গতকাল পটিয়াস্থ মমতা ডেইরি ফার্মম অ্যান্ড এগ্রোর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। মমতার কার্যকরী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম জোসেফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াহীদুল আলম, অতিথি ছিলেন সমাজসেবা অফিসার মো. আলমগীর।

সভায় বিগত সাধারণ সভার প্রস্তাবনা পেশ করেন মমতার সাধারণ সম্পাদক অধ্যাপক পূরবী দাশ গুপ্তা। বিগত বাজেট পর্যালোচনা ও ২০২৪২৫ অর্থবছরের বাজেট মমতার কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ অরুণ কুমার সাহার পক্ষে পেশ করেন মমতার পরিচালক (অর্থ) ইকবাল আল মাহমুদ। সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে বার্ষিক প্রতিবেদন ২০২৩ এর মোড়ক উন্মোচন করা হয়। সভায় বার্ষিক প্রতিবেদন ২০২৩ হস্তান্তর করেন মমতার পরিচালক তৌহিদ আহমেদ। সভায় ২০২৪২৫ অর্থ বছরের বাজেট, অডিটর নিয়োগ এবং সংস্থার বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতভাবে গৃহীত ও অনুমোদিত হয়। মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সার্বিক তত্ত্বাবধানে সভার কার্যক্রম পরিচালিত হয়। স্বাগত বক্তব্য দেন, মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক। বক্তব্য দেন, সাইফুল ইসলাম, জেসমিন সুলতানা পারু, বদিউজ্জামান খান ননী, মনসুর মাসুদ, মোস্তফা কামাল যাত্রা, মোহাম্মদ শাহারিয়ার, ডা. মোরশেদা বেগম, ডা. ফারহানা তাবাসসুম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশকে এগিয়ে নিতে কৃষির বিকল্প নেই
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে পিইউডিএস বিতর্ক উৎসবের সমাপনী