মমতার বিশেষ সাধারণ সভা

| রবিবার , ২৭ জুন, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

মমতার বিশেষ সাধারণ সভা গতকাল শনিবার নগরীর হালিশহরস্থ নিজস্ব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। মমতার কার্যকরী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম জোসেফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম। সভায় মমতার সার্বিক বিষয় উপস্থাপনা করেন সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার।
সভায় ২০২১-২২ অর্থ বছরের বাজেট, অডিটর নিয়োগ এবং ২০২০ সালের সংস্থার বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতভাবে গৃহীত ও অনুমোদিত হয়। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক তত্ত্বাবধানে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক মনসুর মাসুদ। সভার পূর্বে প্রধান কার্যালয় সংলগ্ন মমতার নবনির্মিত অডিটরিয়াম উদ্বোধন করা হয়। সভায় অন্যদের মধ্যে মমতার সাধারণ পরিষদ, উপদেষ্টা পরিষদ ও উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়াসের মৌসুমী ফল বিতরণ
পরবর্তী নিবন্ধবু বু ওয়ার্ল্ডে অরিগামি কর্মশালা