মমতার বিরুদ্ধে কটূক্তি, গ্রেপ্তার রোদ্দুর রায়

| বুধবার , ৮ জুন, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

অবশেষে গ্রেপ্তার হলেন ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত-সমালোচিত ইউটিউবার রোদ্দুর রায়। গতকাল মঙ্গলবার দেশটির গোয়া রাজ্য থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সমপ্রতি ফেসবুক লাইভে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূক্তি করেছিলেন রোদ্দুর। এরপরই তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়। খবর বাংলানিউজের।

তবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগেই ফেসবুকে পোস্ট দেন রোদ্দূর। তিনি লেখেন, কেস দাও মোরে…কেস দাও আরও…বন্ধ রাখিও কারাগারে…কমেডির বিটে বাজিবেই ডিজে…।

মমতা ও অভিষেককে নিয়ে কটূক্তি করায় গত শনিবার তৃণমূলের মুখপাত্র পরিচয়ে চিৎপুর থানায় অভিযোগ করেন ঋজু দত্ত। তার অভিযোগ, রোদ্দুর ফেসবুকে মমতা ও অভিষেক সম্পর্কে কুরুচিকর ভাষা ব্যবহার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদূতাবাস বন্ধ করবেন না
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কার পার্লামেন্টে কাগজের ব্যবহার বন্ধ