মমতা’র বার্ষিক সাধারণ সভা

| মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪২ পূর্বাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংগঠন মমতা’র বার্ষিক সাধারণ সভা গত ২৮ ডিসেম্বর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম ও উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মো. আলমগীর। মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সার্বিক তত্ত্‌বাবধানে সভা পরিচালিত হয়। সভায় বিগত সাধারণ সভার প্রস্তাবলী উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অধ্যাপিকা পূরবী দাশ গুপ্তা, সংস্থার ২০২৩২৪ অর্থবছরের অডিট রিপোর্ট কোষাধ্যক্ষ অরুন কুমার সাহার পক্ষে পরিচালক ইকবাল আল মাহামুদ উপস্থাপন করেন।

বিগত সাধারণ সভার প্রস্তাবলী, ২০২৩২৪ অর্থবছরের অডিট রিপোর্ট, মমতার বার্ষিক প্রতিবেদন ২০২৪, সংগঠনের সঞ্চয় ও ঋণদান কর্মসূচির কর্মকর্তাকর্মীবৃন্দের জন্য গৃহনির্মান ঋন সুবিধা, নিজস্ব জমিতে প্রধান কার্যালয় নির্মান সংক্রান্ত সংশ্লিষ্ট এজেন্ডা সমুহ সর্বসম্মতভাবে গৃহিত ও অনুমোদিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদন ২০২৪ এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক ও ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ শাহারিয়ার। বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, রেজাউল করিম আজাদ, ডা. হাফিজুল ইসলাম, হারুন ইউসুফ, সাইফুল ইসলাম, জেসমিন সুলতান পারু, মনসুর মাসুদ, মোস্তফা কামাল যাত্রা, তৌহিদ আহমেদ, নাছিমা আখতার রুমী, লায়ন জাকির হোসেন। প্রধান অতিথি বলেন, বেসরকারী সংস্থা হিসেবে যেভাবে মমতা আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নিরলসভাবে ভূমিকা রেখে চলেছে তা অবশ্যই আমাদের সমাজের ও রাষ্ট্রের জন্য ইতিবাচক। তিনি বলেন, সরকারের পাশাপাশি এসব বেসরকারী সংস্থা সমুহে সামাজিক উন্নয়নে এগিয়ে আসলে দেশ ক্রমশই উন্নতির দিকেই অগ্রসর হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশবাড়িয়া সৈকতে পড়ে আছে মৃত মা কচ্ছপ
পরবর্তী নিবন্ধসততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে