মমতার প্রবীণ কর্মসূচির হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ

| মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা পরিচালিত প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসুচি হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের উদ্যোগে শ্রেষ্ঠ প্রবীন ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান, ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও কম্বল বিতরণ, প্রবীণদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পিকেএসএফের সহযোগিতায় প্রবীণ কমিটির সভাপতি মাস্টার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খান সুমন।

প্রধান আলোচক ছিলেন মমতার পরিচালক তৌহিদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ শাহ আলম। বক্তব্য রাখেন মমতার সহকারী পরিচালক পার্থ সারথী বড়ুয়া সহ সম্মাননা প্রাপ্ত ব্যক্তিগণ। আলোচনা সভার পূর্বে প্রবীণদের অংশগ্রহনে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন মমতার পরিচালক তৌহিদ আহমেদ। তিনি বলেন, সরকার প্রবীণদের বিশেষভাবে অগ্রাধিকার প্রদান করে তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। মমতা, সরকারের সহায়ক শক্তি হিসেবে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে সেই ধারাকে আরও বেগবান ও গতিশীল করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ডা. এখলাছ উদ্দিনের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধগশ্চি দরবারে ওরশ ৩০ নভেম্বর