বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয় সংলগ্ন মমতা অডিটরিয়ামে গতকাল বুধবার দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে ছিল দোয়া মাহফিল, এতিম ও দুস্থদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ, এমআরএ–মমতা উচ্চশিক্ষা বৃত্তি প্রদান ও আলোচনা সভা। মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম সমুহ পরিচালিত হয়। কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপ–প্রধান নির্বাহী মো. ফারুক। বক্তব্য রাখেন অধ্যাপক পূরবী দাশ গুপ্তা, মোস্তফা কামাল যাত্রা, মনসুর মাসুদ, মোহাম্মদ শাহারিয়ার, স্বপ্না তালুকদার, তৌহিদ আহমেদ, ইকবাল আল মাহামুদ, সুব্রত বড়ুয়া, নাহিদ ফারহানা, প্রিয়তোষ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।