মমতার গয়াল প্রদর্শনী কেন্দ্র পরিদর্শনে পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক

| শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৮:৫৪ পূর্বাহ্ণ

বান্দরবান সুয়ালক এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার পরিচালিত গয়াল বা বন্যগরু পালন প্রকল্প গত বুধবার পরিদর্শন করেছেন পল্লীকর্ম সহায়ক (পিকেএসএফ) এর সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ।

পিকেএসএফের সহায়তায় পরিচালিত উক্ত প্রকল্পের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ, পিকেএসএফের ডেপুটি জেনারেল ম্যানেজার তারভীর সুলতানা, ম্যানেজার মো. শাহারিয়ার হায়দার, ডেপুটি ম্যানেজার ডা. মো. সুলাইমান হোসাইন, মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার সহ অন্যরা। পরিদর্শন শেষে সংস্থার প্রধান কার্যালয়ে মমতার সিনিয়র কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। ‘বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারলে বন্যগরু বা গয়াল হতে পারে জনপ্রিয় একটি গৃহপালিত একটি পশু। গরু বা ছাগলের মতো এটি পালন করলে খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার রয়েছে অপার সম্ভাবনা। একইভাবে এটি বিলুপ্তপ্রায় হাত থেকে রক্ষা পাবে’মমতার গয়াল পালন প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন শেষে জানালেন সরকারের পল্লীকর্ম সহায়ক (পিকেএসএফ) এর সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিজরি নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধপ্লাস্টিকের বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে পায়ে হেঁটে বিশ্বভ্রমণ