কৃষি ইউনিটের (মৎস্য খাত) আওতায় চট্টগ্রামের চন্দনাইশ, বরকল, বাংলাবাজারের একটি কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে মমতার কৃষি ইউনিটের লক্ষিত জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘সফল উদ্যোক্তা সম্মাননা–২০২৫’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশের সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার ও উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান।
মমতার উপ–প্রধান নির্বাহী মো: ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, এএলএফ ইউনিটের উপ–পরিচালক ও ফোকাল পারসন মুহাম্মদ এনামুল হক। উপস্থিত ছিলেন মমতার এএলএফ ইউনিটের অন্যান্য কর্মকর্তা ও সহকারী কর্মকর্তাবৃন্দ এবং মমতার বরকল শাখার ব্যবস্থাপক।
পিকেএসএফের সহায়তায় পরিচালিত উক্ত ইউনিটের অনুষ্ঠানে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে ২ জন করে মোট ৬ জনকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত সফল খামারিদের মধ্যে কৃষি খাতে পুরস্কার পেয়েছেন মরিয়ম বেগম (কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের জন্য) মো: ইলিয়াছ (পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল চাষের জন্য); প্রাণীসম্পদ খাতে পুরস্কার পেয়েছেন মো: আরিফ (হাঁসের কৃত্রিম হ্যাচারী স্থাপনের জন্য) ও সাকি আক্তার (সুস্বাদু ও অধিক উৎপাদনশীল মাসকোভি হাঁস পালনের জন্য) ও মৎস্য খাতে পুরস্কার পেয়েছেন কাজী মনসুর (মাছের পোনা চাষের জন্য) ও মো: ছাদেক হোসেন (স্বল্প মূল্যে ফিশ ফিড তৈরির জন্য)। প্রেস বিজ্ঞপ্তি।