বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র পরিচালিত কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় সদস্যদের মাঝে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উপকরণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এসব উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ।
পিকেএসএফের সহায়তায় পরিচালিত উক্ত ইউনিটের উদ্যোগে আন্ত:ফসল চাষ, ক্রপইন প্যাটার্ণ, ট্রাইকোকম্পোস্ট প্রদর্শনী স্থাপনের জন্য ৫ জনকে বীজ, সার ও আর্থিক প্রণোধনা, প্রাণিসম্পদ ইউনিটের আওতায় ৩জনকে ২টি করে পাঠা প্রদান ও ১জনকে বিক্রয় কেন্দ্র প্রদর্শনী স্থাপনের জন্য উপকরণ ও আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। এছাড়াও মৎস্য খাতের আওতায় ২৪ জন উদ্যোগী খামারীকে দেশীয় প্রজাতির চিতল, টেংরা, আইড় ইত্যাদি মাছের পোনা ও পুকুর পাড়ে সবজী চারা ও গাছের চারা, বীজ, চুন সার, জীবানুনাশক ইত্যাদি উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় খামারীদের উৎসাহ প্রদান করে বক্তব্য রাখেন মমতা’র উপ–প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, মমতা’র কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের সহকারী পরিচালক মু. এনামুল হক। প্রেস বিজ্ঞপ্তি।












