মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক শেষে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের যাদবপুরের সংসদ সদস্য মিমি চক্রবর্তী। গতকাল বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করেন মিমি। তবে সেই বৈঠক মাত্র ১৫ মিনিটেই শেষ হয়। দুই দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন মিমি। এছাড়া সংসদ সদস্য পদ ছেড়ে দিতে এবং আগামী নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করতে চান না তিনি। খবর বাংলানিউজের।












