মমতার ওয়ার্ডভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা

| মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

মমতা পরিচালিত কৈশোরকর্মসূচির আওতায় নগরীর ২৪নং উত্তর আগ্রাবাদে কিশোর ক্লাবের অংশগ্রহণে ওয়ার্ডভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। পিকেএসএফের সহায়তায় পরিচালিত উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি চসিক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক। প্রতিযোগিতায় নগরীর আসকারাবাদমোল্লাপাড়া, মুহুরীপাড়াপানওয়ালা পাড়া, শান্তিবাগ কে ব্লকএল ব্লক, দাইয়াপাড়াউত্তর আবাসিক, রঙ্গীপাড়ারমনা, মিস্ত্রীপাড়াচারিয়াপাড়া ও বসুন্ধরাআনন্দিপুর কিশোর ক্লাবসহ মোট ৭টি কিশোর ক্লাব অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতায় মুহুরীপাড়াপানওয়ালা পাড়া কিশোর ক্লাব চ্যাম্পিয়ন ও মিস্ত্রীপাড়াচারিয়াপাড়া কিশোর ক্লাব রানার্স আপ হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কর্মসূচির ফোকাল পারসন কামরুন নাহার পারভীন, সিনিয়র প্রোগ্রাম অফিসারসহ স্থানীয় অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সফরে আসার কথা জানালেন মার্তিনেস
পরবর্তী নিবন্ধরাফা ও পাথরঘাটা দুর্বার গোষ্ঠীর জয়