পবিত্র ঈদে–মিলাদুন্নবী (দ.) উদযাপন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা। গতকাল হালিশরস্থ প্রধান কার্যালয়ে এ উপলক্ষে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহাম উপ–প্রধান নির্বাহী মো. ফারুক, কার্যকরী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, মমতা’র পরিচালকবৃন্দ সহ মমতার অন্যান্য কর্মকর্তা–কর্মীবৃন্দ। মাহফিল শেষে মমতা’র সার্বিক কার্যক্রমের অগ্রগতি সাধনে দোয়া কামনা ও মমতা পরিবারের সকলের জন্য ও মমতা’র সকল কর্মসূচি প্রকল্পের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আনোয়ারুল হক আযহারী। প্রধান নির্বাহী রফিক আহমদ বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। মমতা বিশ্বাস করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ও পৃথিবীকে বাসযোগ্য, শান্তিময় করার জন্য রাসূলের (দ.)পরিচালিত জীবনাদর্শ অনুসরন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।







