মমতা’র আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

| শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

মমতা পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে চন্দনাইশ উপজেলায় সম্প্রতি আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসের প্রতিপাদ্য ছিলো ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সাথে তোমায় রাখবো আগলে’। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলার সমৃদ্ধি প্রবীণ কমিটির সভাপতি সাইফুল ইসলাম খান। বক্তব্য রাখেন মমতার সিনিয়র সহকারী পরিচালক পার্থ সারথী বড়ুয়া। উপস্থিত ছিলেন সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ প্রবীণ জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ। পিকেএসএফ এর সহায়তায় মমতা চন্দনাইশ উপজেলায় সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচির কার্যক্রম বাস্তবায়ন করছে। বক্তারা বলেন, প্রবীণরা দেশের অমূল্য সম্পদ, তাদের অভিজ্ঞতা ও জ্ঞানের সমন্বয়ে সমাজে তারুণ্যের ইতিবাচক দিকগুলো তুলে আনা সম্ভব হবে। তাই প্রতিটি প্রবীণ ব্যক্তিকে সমাজে মর্যাদার সাথে বিবেচনা করতে হবে। মমতা সেই লক্ষ্যে প্রবীণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে ৫ সপ্তাহব্যাপী বুট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে আগুনে পুড়েছে ১০ বসতঘর