মমতাজ বেগম

| সোমবার , ৩০ জানুয়ারি, ২০২৩ at ৬:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মছিউদ্দৌলার সহধর্মিণী এবং সিপিবি, চট্টগ্রাম নারী সেলের অন্যতম সদস্য নারী নেত্রী মমতাজ বেগম (৬৩) গত ২৮ জানুয়ারি গভীর রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে যান। গতকাল ২৯ জানুয়ারি দুপুর দুইটায় ফৌজদারহাটস্থ সফরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

সিপিবি চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক কমরেড মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে কমরেড অশোক সাহা ও কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর, নারী সেলের আহ্বায়ক কমরেড রেখা চৌধুরী এক বিবৃতিতে নারী নেত্রী মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনুরুল ইসলাম জেহাদী
পরবর্তী নিবন্ধটেকনাফে অপহৃত দুই যুবক উদ্ধার