বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াছের স্ত্রী মমতাজ বেগম (৫৫) গতকাল নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না–লিল্লাহি …রাজেউন)। তিনি স্বামী, ১ পুত্র, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
গতকাল কালামিয়া বাজারস্থ মোর আলী বাপের মসজিদ (দোতালা মসজিদ) প্রাঙ্গণে বাদে এশা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।










