মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তের সার্বিক সহযোগিতায় নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২২ জানুয়ারি নগরীর দেওয়ান বাজার সমবায় অধিদপ্তর মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৫০০ শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক শিপুল কুমার দে, কাপাসগোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জনা সেন, বলুয়ারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রীতি সেন, গুল–এজার বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী চৌধুরী, গুল–এজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ, তসরিফা ইয়াসমিন, বিজয় কুমার দে, এটিএম গোলাম মোস্তফা, মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী (রুমেল), পেয়ার মোহাম্মদ, শামসুল হক (আকাশ), সাহেদুল কবির চৌধুরী, সোমা বড়ুয়া, মুনমুন সেনগুপ্ত, জাহানারা বেগম, রোমেনা সুলতান, ঝর্ণা সেনগুপ্তা, মো. রফিকুল ইসলাম, অপু ধর (রাজ), রুবেল ধর, মোহাম্মদ নূর, অসিত দাশ লিটন, তাজউদ্দিন তাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।