ইংরেজী মব শব্দটির সরল বাংলা হল ভীড় বা উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক অপরাধীকে শায়েস্তা করতে আইন হাতে তুলে নেওয়া। যাকে বলা হয় ‘মব ভায়োল্যান্স‘। ৫ আগস্টের ছাত্র–জনতার জুলাই বিপ্লবের পরবর্তী সময় থেকে কিছু সুবিধাবাদীদের ইন্ধনে ছাত্র–জনতার বিপ্লবকে দেশে–বিদেশে প্রশ্নবিদ্ধ করতে কিছু দুষ্কৃতিকারী মব সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। যা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে ৮ আগস্টের পর এই পর্ষন্ত ১১৯ জনের মত গণপিটুনিতে নিহত ও ৭৪ জনের মত আহত হয়েছে। বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে, ‘দেশের সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সবাই আইনের সমান অধিকারী’।
সুতরাং মানব সভ্যতার সবচেয়ে ঘৃণ্য এই অপসংস্কৃতি ‘মব ভায়োল্যান্স’ এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলে অপরাধীকে আইনের হাতে সোপর্দ করতে হবে এবং প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি ‘মব’ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নিয়ে দেশের ভাবমূর্তি যেন রক্ষা করা হয়।
আবদুর রহিম
মতিয়ারপোল,
কমার্স কলেজ রোড, চট্টগ্রাম।