মন ময়ূরীর নাচন

মারজিয়া খানম সিদ্দিকা | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ৫:৫৩ পূর্বাহ্ণ

মন ময়ূরীর নাচন দেখে রাঙা প্রভাত জাগে

বন্ধুরে তুই চলনা সাথে আমি সবার আগে।

ধান কেটেছে মন ছুটেছে সারস ধ্যানে মগ্ন

মৎস্য পোনা ধরবে এবার বয়ে যাবে লগ্ন।

আমবাগানের লিচু গাছে চলবে দুধা খেলা

ধরবি কাকে ছুঁয়ে গেলো ধরবি চোরের মেলা।

ভোরের হাওয়ায় ফুল সুবাসে আঙিনা ভরপুর

শিউলি বেলির সুবাস নিয়ে পড়ার সুযোগ মধুর।

হাসনা হেনা, কামিনী আর গন্ধরাজে মাতাল হই

ফুলের গন্ধে সর্প রানীর ঘর ছেড়ে যায় কই!

পূর্ববর্তী নিবন্ধধর্মই কর্ম
পরবর্তী নিবন্ধগহীন বনের অন্তরালে