না দেখবে ফুল না পাবে তার মন মাতানো গন্ধ
না পাবে মা’র আঁচল ছায়া না দেখবে রূপ–নন্দ
যাচ্ছো ঢাকা শহর, পৌঁছে দেখবে গোয়ালন্দ
দৃষ্টি যতই খোলা থাকুক তবু তুমি অন্ধ
মনের ভেতর মন মরে যায় জান্লা যদি বন্ধ।
পাতলেও কান বয়রা বধির– না শুনবে সুর ছন্দ
মাতুক নদী ডাকুক পাখি না পাবে আনন্দ
কোন্টা আসল কোন্টা নকল কিংবা ভালো–মন্দ
যতই বাজুক ঢোল নাকাড়া জীবনটা নিস্পন্দ
মনের ভেতর মন মরে যায় জান্লা যদি বন্ধ।
বলতে গেলে ইতস্তত চলতে প্রতিবন্ধ
স্বপ্নদেখা পড়ালেখা চৌদিকে লয় ছন্দ
আকাশ কেমন সাগর কেমন কেমন পাহাড় কন্ধ
না পাবে রোদ না জাগবে বোধ কেবল দ্বিধা দ্বন্দ্ব
মনের ভেতর মন মরে যায় জান্লা যদি বন্ধ।