মন কেড়ে নেয় স্বদেশ

শাহী মোহাম্মদ ইলিয়াছ | রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৪:৪৮ পূর্বাহ্ণ

মন কেড়ে নেয় দু’চোখ আমার

মায়াবী জোছনার চাঁদ,

বাঁশবাগানে জোনাক জ্বলা

নিঝুম আঁধার রাত।

মন কেড়ে নেয় আরো বেশি

আকাশের ওই নীল,

সবুজশ্যামল সোনালি ধান

শাপলা ফোটা ঝিল।

মন কেড়ে নেয় আরো বেশি

পাখির মধুর তান,

সবুজ পাহাড়, মেঠো পথে

জুঁইচামেলির ঘ্রাণ।

মন কেড়ে নেয় আরো বেশি

হিমেল হাওয়া ভোর,

শীতের শিশির বিন্দু কণা

মিষ্টি রোদের দুপুর।

মন কেড়ে নেয় আরো বেশি

বসন্তে রাঙা ফুল,

প্রজাপতির রঙিন ডানা

স্নিগ্ধ সাগর কূল।

পূর্ববর্তী নিবন্ধসরকারি সেবায় দালাল ও জটিলতা বন্ধে তৎপর হওয়া প্রয়োজন
পরবর্তী নিবন্ধদয়া দাক্ষিণ্য