মন্দিরে চুরি করতে গিয়ে ধরা, পাঠানো হল কারাগারে

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে হিন্দু সমপ্রদায়ের একটি মন্দিরে চুরি করার সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। গত শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরলক্ষ্যায় সার্বজনীন শ্রী শ্রী জ্বালাকুমারী মন্দিরে এ ঘটনা ঘটে। আটক রুহিদুল ইসলাম (৪৮) নওগাঁ জেলার মৃত আইন উদ্দিনের ছেলে, মইজ্জ্যারটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। গতকাল শনিবার কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান বলেন, চোর রুহিদুল মন্দিরের মূর্তির পায়ে থাকা ৩ ভরি ওজনের রুপার নূপুর, মূর্তির কোমরে থাকা ২ আনা ওজনের স্বর্ণের পাত এবং বিভিন্ন পূজা সামগ্রীসহ মোট ২৫ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা টের পেয়ে মন্দিরে ঢুকে তাকে ধরে ফেলে। এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিমুল চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে আদালতের মাধ্যমে রুহিদুলকে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থী-শিক্ষিকাদের প্রচারণা প্রশিক্ষণ, রোগীদের অপারেশন আজ থেকে
পরবর্তী নিবন্ধচুনতি অভয়ারণ্যে বালুভর্তি ডাম্প ট্রাক জব্দ