বাঙালহালিয়া, চন্দ্রঘোনা এবং চিৎমরমে অবস্থিত মন্দির সমুহের সুরক্ষা এবং সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে স্থানীয় বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেছেন চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম। গতকাল বুধবার চন্দ্রঘোনা থানা ওসির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাঙালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক হারাধন কর্মকার, বাঙালহালিযা বাজার দক্ষিনেশ্বর কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী, চিমরম মা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, বাঙালহালিয়া আবাসিক মা মগদেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয় লাল দত্ত, সাধারন সম্পাদক ডা. রতন বিশ্বাস, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন, রাইখালী লোকনাথ মন্দির ও সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি সুবর্ণ আচার্য্যসহ অন্যান্য সদস্য বৃন্দ। সভায় ওসি আনছারুল করিম মন্দির পরিচালনা কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, কোন মন্দির কর্তৃপক্ষ যে কোন বিষয়ে যদি থানা পুলিশের সহযোগিতা চান আমরা তাৎক্ষনিক সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছি। তবে আমাদের এলাকায় অবস্থিত কোন মন্দিরে যাতে কোন ধরণের সমস্যা না থাকে বা আইন শৃঙ্খলার বিন্দুমাত্র ঘাততি না থাকে সেজন্য তিনি তাঁর অধিনস্থ সকল পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রেখেছেন বলেও জানান।
কমিটির সদস্যবৃন্দ জানান, তাঁদের মন্দিরে এখন পর্যন্ত কোন ধরণের সমস্যা সৃষ্টি হয় নাই। প্রতিটি মন্দিরে পুলিশের নজরদারি রয়েছে। মন্দির সুরক্ষায় নিজেদের মত করে মন্দিরের আশপাশে তারা অবস্থান করছেন বলে জানান।