মন্দিরের পাশ থেকে গণশৌচাগার সরানোর দাবি

চসিক প্রশাসককে স্মারকলিপি

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৬:০৩ পূর্বাহ্ণ

নগরীর আন্দরকিল্লায় শ্রী শ্রী গুরুধামের পাশ থেকে সিটি কর্পোরেশনের গণশৌচাগারটি সরানোর দাবিতে প্রশাসক খোরশেদ আলম সুজনকে স্মারকলিপি দিয়েছেন বিশ্ব সনাতন ঐক্যের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকালে টাইগারপাস চসিক কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনের আহ্বায়ক সাংবাদিক বিপ্লব পার্থ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য অভিরাজ নাথ ও অভি দাশ। স্মারকলিপিতে দুর্গাপূজার আগেই গণশৌচাগারটি সরানোর আহ্বান জানানো হয়। এসময় চসিক প্রশাসক বলেন, বুধবার (আজ) চসিকের ম্যাজিস্ট্রেট ও এস্টেট অফিসার নজরুল ইসলাম মন্দির পরিদর্শন করবেন এবং দ্রুত শৌচাগারটি সরানোর ব্যবস্থা করবেন।
স্মারকলিপিতে বলা হয়, আন্দরকিল্লা রাজাপুকুর লেইন এলাকায় দেড়গণ্ডা জায়গার উপর ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় স্বামী চিন্তাহরি পুরি মহারাজের গুরুধাম। মন্দির হওয়ার ৭-৮ বছর পর ১৯৯০ সালে মন্দিরের পাশ ঘেঁষে গণশৌচাগারটি স্থাপন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পরে বিভিন্ন সময় এটি সরানোর দাবি জানানো হলেও কেউ এতে সাড়া দেননি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বর্তমান সরকার শ্রমিকবান্ধব’
পরবর্তী নিবন্ধনিখোঁজ সংবাদ