মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইস্টার্ন রিফাইনারিকে সম্মাননা

পরিশোধন সক্ষমতার শতভাগ অর্জন

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ২০২০-২১ অর্থবছরে প্রথমবারের মতো পরিশোধন সক্ষমতার শতভাগ অর্জন করেছে। সেজন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লোকমানের হাতে গত রোববার সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ তুলে দেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পেট্রোবাংলা ও বিপিসির চেয়ারম্যানসহ অধীনস্থ কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন। প্রকৌশলী মো. লোকমান বলেন, মন্ত্রণালয় ও বিপিসির সর্বোত্তম ব্যবস্থাপনা, সঠিক দিকনির্দেশনা, নিবিড় তদারকি এবং আন্তরিক সহযোগিতাই ছিল অভূতপূর্ব এই অর্জনের মূল নিয়ামক শক্তি। এজন্য তিনি মন্ত্রণালয়, বিপিসি ও ইআরএলের সকল কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসম্মিলিত আবৃত্তি জোটের প্রতিবাদী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসাইট দিতে গিয়ে দুই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ