মন্টিনিগ্রোতে ১২ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৭:২৫ পূর্বাহ্ণ

ইউরোপের বলকান অঞ্চলের দেশ মন্টিনিগ্রোর একটি ছোট শহরে এক ব্যক্তির গুলিতে ১২ জন নিহত হয়েছেন। পরে আত্মহত্যার চেষ্টা করা ওই বন্দুকধারীকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এটি ইউরোপের দক্ষিণপূর্বাঞ্চলীয় ক্ষুদ্র দেশটিতে ঘটা সবচেয়ে নৃশংস নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনাগুলোর একটি। বন্দুকধারীর নাম আলেকজান্দার আচো মার্টিনোভিচ এবং তার বয়স ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

সরকারি আইন কর্মকর্তা আন্দ্রিয়ানা নাস্তিক জানান, বুধবার স্থানীয় সময় বিকালে সেতিঁয়ে শহরের এক রেস্তোরাঁয় বচসার জেরে মার্টিনোভিচ প্রথমে গুলি করে চারজনকে হত্যা করেন। এরপর তিনি অন্য তিনটি স্থানে গিয়ে দু’টি শিশুসহ আরও আটজনকে গুলি করে মারেন। মন্টিনিগ্রোর স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিচ জানান, বৃহস্পতিবার ভোররাতে সেতিঁয়ে শহরে নিজ বাড়ির কাছে পুলিশ কর্মকর্তারা মার্টিনোভিচকে ঘেরাও করে ফেলার পর তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এরপর সঙ্কটজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। মন্টিনিগ্রোর রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আরটিসিজিকে সারানোভিচ বলেন, যখন তিনি দেখেন পুলিশের হাতে ধরা পড়া ছাড়া তার আর কোনো পথ নেই তখন তিনি আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়নি, হয়েছে হাসপাতালে নেওয়ার পথে। মন্টিনিগ্রোর রাজধানী পোদগোরিচার ৩৮ কিলোমিটার পশ্চিমের এ শহরটিতে এই নিয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা ঘটলো।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে গাড়ি নিয়ে ভিড়ের মধ্যে হামলা, নিহত বেড়ে ১৫
পরবর্তী নিবন্ধফুটপাতের সেই প্রসূতি এবং নবজাতকের ঠাঁই হলো উপলব্ধিতে