চট্টগ্রাম আয়কর পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক মনির হাসান ভূইয়া আনোয়ার ও কক্সবাজারের রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান মিনারের মাতা মনোয়ারা বেগম (৮০) গতকাল সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, নাতী–নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর আগ্রাবাদ মসজিদ কলোনিস্থ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে ক্রীড়া সংগঠক–ক্রীড়াবিদ আনোয়ার ও মিনারের মাতার মৃত্যুতে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের পক্ষে সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল এবং চট্টগ্রাম আয়কর পরিদর্শক সমিতির পক্ষে তুষার বড়ুয়া পৃথক বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।











