মনোরেল প্রকল্প বাস্তবায়নে চসিকে ফলোআপ সভা

মাঠপর্যায়ের সার্ভে শুরু : মেয়র

| মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে প্রকল্পের অগ্রগতি এবং করণীয় বিষয়ে গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী আলোচনা করেন। সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের কর্মকর্তাবৃন্দ। এ সময় মেয়র বলেন, চট্টগ্রাম শহরকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকটের সমাধান করতে হবে। এজন্য মনোরেল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান। এ সময় আরো উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীনউল ইসলাম চৌধুরী, আবু সাদাত তৈয়ব, দ্যা আরব কন্টাক্টরসের ইঞ্জিনিয়ার এম ডি লুবনা শাটলা প্রমুখ। সভায় জানানো হয়, আরব কনস্ট্রাকশন লিমিটেড () মনোরেল প্রকল্পের পাশাপাশি আরো বৃহৎ পরিসরের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে এঙপ্রেসওয়ে নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, বড় আকারের হাইওয়ে ও সড়ক অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন মেগা প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সমন জারি
পরবর্তী নিবন্ধনির্মাণাধীন সদরদপ্তরে অফিস করলেন সিএমপি কমিশনার