ব্যবসায়ী মনোরঞ্জন সরকার (৭৩) গত ৩১ অক্টোবর রাতে নগরীর লালখান বাজার হাই লেভেল রোডস্থ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরদিন দুপুরে রাউজানের বিনাজুরি গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খুলশী থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডা. দেবাশীষ মজুমদার, লালখান বাজার হাই লেভেল রোড পূজা উদ্যাপন পরিষদ, খুলশী থানা গীতা শিক্ষা কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।











